Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গুইমারা সিএনজি ও মোটরসাইকেল স্ট্যান স্থানান্তরের দাবি

গুইমারা(খাগড়াছড়ি) প্রতিনিধি

গুইমারা(খাগড়াছড়ি) প্রতিনিধি

অক্টোবর ১৪, ২০২৪, ০৭:১৮ পিএম


গুইমারা সিএনজি ও মোটরসাইকেল স্ট্যান স্থানান্তরের দাবি

গুইমারা বাজারে সিএনজি,মোটরসাইকেল এবং ব্যাটারি চালিত অটোরিকশার অব্যবস্থাপনার, বাজারের শৃঙ্খলা ভঙ্গ এবং অসহনীয় যানজটের কারণে প্রতিনিয়ত জনভোগান্তি সৃষ্টি হচ্ছে ।  

এধরনের যানজট এবং বিশৃঙ্খলতার কারণে নিয়মিত গ্যাঞ্জাম এবং ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে প্রতিনিয়ত।বিশেষকরে বাজারের মূল প্রাণকেন্দ্র খাগড়াছড়ি টু ঢাকা চট্টগ্রামের ব্যস্ততম সড়ক পুলিশ বক্সের সামনে থেকে শুরু করে নাজমা হোটেল, আরিয়ান সুইট্স কর্নার, মধুবন, গুইমারা মেডিকেল সেন্টার, ডাচ্ বাংলা ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকায় জনগণের সেবাগ্রহণে বিঘ্ন ঘটছে।

তাই অতিদ্রুত সিএনজি এবং মোটরসাইকেল স্ট্যান একই স্থান থেকে সরিয়ে ভিন্ন ভিন্ন স্থানে স্থানান্তর করা গেলে বাজার শৃঙ্খলাবদ্ধ এবং যানজটমুক্ত হবে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। পাশাপাশি বাজার কমিটি এবং উপজেলা প্রশাসনের যৌথ সমন্বয়ে বাজারের শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে উক্ত বিষয়টি মীমাংসা করার জন্য বাজারের সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে।

এসময় বাজার ব্যবসায়ীরা মোটরসাইকেল স্ট্যান্ড বটগাছের নিচে এবং সিএনজি স্ট্যান কাশেম মার্কেটের সামনে সুবিশাল প্রশস্ত রাস্তার পাশে স্থানান্তর করার দাবি জানান।

আরএস
 

Link copied!