লক্ষ্মীপুর প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২৪, ০৮:৩৮ পিএম
লক্ষ্মীপুর প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২৪, ০৮:৩৮ পিএম
লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জের ধরে ফাতেমা বেগম (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে তার স্বামী রাজু (২৫) ও ভাশুর বাবলুকে (২৭) গাছের সাথে বেঁধে রাখে শ্বশুর বাড়ির লোকজন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে গেছে।
সোমবার (১৪ অক্টোবর) ভোর রাতে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদনগর গ্রামের ভিকটিম ফাতেমা বেগমের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। তার মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।
ফাতেমা মোহাম্মদনগর গ্রামের মৃত সাইফুল্লাহ মওলানার মেয়ে। তাদের সংসারে রুবি নামে চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
অভিযুক্ত রাজু একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাইজের বাড়ির মোসলেহ উদ্দিনের ছেলে। সে পেশায় সিএনজি অটোরিকশা চালক। তার আরও এক স্ত্রী রয়েছে। ফাতেমা তার প্রথম স্ত্রী। তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ফাতেমার স্বজনদের অভিযোগ, যৌতুকের জন্য নির্যাতন করেই ফাতেমাকে হত্যা করা হয়েছে। পূর্বেও তাকে ব্যাপক নির্যাতন করা হতো।
স্থানীয়রা জানান, ভোরে বাড়ির পাশের পুকুরের পানিতে ফাতেমার মৃতদেহ পাওয়া যায়। মৃত্যুর জন্য তার স্বামী রাজুকে সন্দেহ করা হয়।
তাদের দাবি, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে নির্যাতন করতো। তখন থেকে অশান্তি লেগে ছিল। কয়েক মাস আগে রাজু অন্যত্র বিয়ে করে। এনিয়ে তাদের সংসারে অশান্তি আরও বেড়ে যায়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্থানীয়রা স্বামী ও ভাসুরকে আটক করে রাখে। পরে আটকদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
আরএস