Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

টাঙ্গাইলে হাত-পা বাঁধা অজ্ঞাত লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

অক্টোবর ১৪, ২০২৪, ১১:০২ পিএম


টাঙ্গাইলে হাত-পা বাঁধা অজ্ঞাত লাশ উদ্ধার

টাঙ্গাইলে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকালে সদর উপজেলার রাবনা বাইপাস এলাকার রাস্তার পাশ থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকালে রাবনা বাইপাস এলাকার সুফিয়া নামের এক মহিলা তার ফসলি জমিতে আবর্জনা পরিষ্কার করে সার দেওয়ার সময় একটি লাশ পড়ে থাকতে দেখে। পরে তিনি আশেপাশের লোকজনকে বিষয়টি অবগত করেন। স্থানীয়রা বিষয়টি পুলিশে জানায়।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহমেদ জানান, ৯৯৯ থেকে আমাদের সংবাদ দেওয়া হয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। লাশের অবস্থা দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে কেউ হত্যা করে এখানে ফেলে রেখে গেছে।

এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। লাশের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানতে পারবো।

ইএইচ

Link copied!