Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ১ জনের

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ প্রতিনিধি

অক্টোবর ১৫, ২০২৪, ১২:৪৪ এএম


সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ১ জনের

সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আকবর আলী নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

সোমবার রাত সোয়া ৮টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের ভদ্রঘাট বাজারের পশ্চিম পার্শে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আকবর আলী শাহজাদপুর উপজেলার কুরশী গ্রামের মো. কাশেম আলীর ছেলে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

কামারখন্দ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রব বলেন, ভদ্রঘাটে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও কয়েকজন। আমরা আসার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

ইএইচ

Link copied!