Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

হাটহাজারীতে বাসের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

অক্টোবর ১৫, ২০২৪, ০২:৩৫ পিএম


হাটহাজারীতে বাসের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে বাসের ধাক্কায় মোহাম্মদ ওয়াজেদ নামে ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বাজার এলাকায় মহাসড়কের ওপর ঘটনাটি ঘটে।

নিহত মোহাম্মদ ওয়াজেদ হাটহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ডের মোহাম্মদ আলমগীর মিস্ত্রির ছেলে এবং চারিয়া মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে।

এদিকে ঘটনার পরপর মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভ করে চারিয়া মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয়রা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে ফের যান চলাচল স্বাভাবিক করে দেয় তারা।

এ বিষয়ে জানতে নাজিরহাট হাইওয়ে পুলিশের ওসি মফিজুর রহমান ভূঁইয়াকে ফোন দেওয়া হলে তিনি ফোন ধরেননি।

ইএইচ

Link copied!