Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পিরোজপুর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি

অক্টোবর ১৫, ২০২৪, ০২:৪৩ পিএম


পিরোজপুর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

‘হাতে দেখলে সাদাছড়ি এগিয়ে এসে সহায়তা করি’ এ প্রতিপাদ্যে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে পিরোজপুর   আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল কবিরের সভাপতিত্বে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহিম খলীলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

আরও বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সেলিম হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন, পিরোজপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. মতিউর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা প্রতিবন্ধী সাহায্য কেন্দ্র প্রিয়াঙ্কা ভট্টাচার্য প্রমুখ।
এ সময় সমাজসেবা অধিদপ্তরের অন্য কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!