Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

রাজবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

অক্টোবর ১৫, ২০২৪, ০২:৫৬ পিএম


রাজবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এ প্রতিপাদ্যকে ধারণ করে রাজবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের হাত ধোয়া শেখানো এবং ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু জাকারিয়া, সহকারী নির্বাহী প্রকৌশলী অর্নব ঘোষ, এস্টিমেটার মো. নূরনবী ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় সাবান বা হাত ধোয়ার উপকরণ নিয়ে কমপক্ষে ৩০ সেকেন্ড হাত এপিঠ ওপিঠ করার পর ধুয়ে জীবানুমুক্ত করার অনুরোধ করা হয় এবং হাত জীবাণুমুক্ত থাকলে অনেক রোগ বালাই থেকে মুক্ত পাওয়া যায় বলে জানান বক্তারা।

ইএইচ

Link copied!