Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

হিলি স্থলবন্দরে শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

অক্টোবর ১৫, ২০২৪, ০৩:০৬ পিএম


হিলি স্থলবন্দরে শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৬ দিন বন্ধের পর আবারও শুরু হয়েছে দেশের বৃহত্তম দ্বিতীয় স্থলবন্দর হিলি দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টা থেকে ভারত থেকে আমদানিকৃত বিভিন্ন পণ্যবাহী ট্রাক বাংলাদেশের হিলি বন্দরে প্রবেশের মধ্যদিয়ে এ কার্যক্রম শুরু হয়।

এতে করে বন্দর ব্যবহারকারীদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহিনুর ইসলাম জানান, গত ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। ভারতের আমদানি-রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্টসহ এ কাজে সংশ্লিষ্টরা তাদের ধর্মীয় উৎসবের কারণেই বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছিলেন। ফলে এই ৬ দিন বন্দরে আমদানি-রপ্তানি হয়নি। আজ মঙ্গলবার হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় বিভিন্ন পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করে। এরমধ্যে দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, দীর্ঘ এই কয়েকদিন আমদানি বন্ধ থাকায় দেশের বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়ে গেছে। বিশেষ করে কাঁচামরিচসহ পেঁয়াজের দাম। আজ থেকে পুরোদমে আমদানি শুরু হবে। তাতে দেশের বিভিন্ন স্থানে আমদানিকৃত পণ্যগুলি যখন পৌঁছে যাবে তখন নিত্যপণ্য এই দুইটির দাম অনেকাংশে কমে আসবে। ব্যবসায়ীদের বেশি করে নিত্যপণ্য আমদানি করতে উৎসাহী করা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট-ভিসা নিয়ে যাত্রীরা বাংলাদেশ ও ভারতের মধ্যে পারাপার স্বাভাবিক ছিল। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইমিগ্রেশনের সকল কার্যক্রম চালু থাকে।

ইএইচ

Link copied!