Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বিজিবির অভিযানে ১ কোটি ৮০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

অক্টোবর ১৫, ২০২৪, ০৩:৫৮ পিএম


বিজিবির অভিযানে ১ কোটি ৮০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রায় প্রতিদিনই সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে চোরাচালানের মালামাল আটক করছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

নিয়মিত অভিযানের পরও কিছুতেই বন্ধ হচ্ছে না সীমান্তের চোরাচালান।

এরই ধারাবাহিকতায় সোমবার ও মঙ্গলবার সিলেট ব্যাটালিয়নের (৪৮বিজিবি) আওতাধীন সিলেটের গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্তে বিজিবির বিশেষ পৃথক অভিযানে এক কোটি ৮০ লাখ টাকার উপরে ভারতীয় পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

মঙ্গলবার সকালে একটি প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি।

বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ ও ১৫ অক্টোবর সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বিওপি, প্রতাপপুর বিওপি ও বিছানাকান্দি বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ৩৬৯টি, লেহেঙ্গা ৭ পিস, সানগ্লাস-৪০৯৯ পিছ, চিনি-১৬৪০০ কেজি, আপেল ২,৮৫০ কেজি, মহিষ-৯টি, গরু-৪৩টি, বিড়ি-৯৮০ প্যাকেট, বাংলাদেশী রসুন ৮৮০ কেজি, ডিআই পিক-আপ ১টি ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা- ০৭টিসহ অন্যান্য মালামাল আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৭৯ লক্ষ ৮০ হাজার ২ শত ৫০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি‍‍`র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব চোরাচালানের মাল আটক করা হয়। আটককৃত চোরাচালানি মালামাল স্থানীয় কাস্টমসে জমা করার প্রক্রিয়া চলছে।

ইএইচ

Link copied!