ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৪, ০৪:৩৫ পিএম
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৪, ০৪:৩৫ পিএম
ইন্দুরকানীতে ডোবা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, উপজেলার চরবলেশ্বর গ্রামের হরলাল সরকার (৬৫) সোমবার রাতে স্ত্রী কল্পনা রানীকে নিয়ে পার্শ্ববর্তী গৌতমের বাড়ি যায়। সেখানে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়লে সে স্ত্রীকে রেখেই বাসায় চলে আসে। পরে ওই রাতে বাড়ি পিছনে হাত-পা ধুতে গিয়ে ডোবায় পড়ে পানিতে ডুবে মারা যায়।
সকালে তার স্ত্রী বাসায় ফিরে ঘর তালাবদ্ধ দেখে তার স্বামীকে খোঁজাখুঁজির এক পর্যায় বাড়ির পিছনের ডোবায় তার লাশ ভাসতে দেখে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ডোবা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে।
নিহতের স্ত্রী কল্পনা রানী জানান, রাতে আমার স্বামীকে নিয়ে পার্শ্ববর্তী গৌতমের বাড়িতে যাই। সেখানে আমি অসুস্থ হয়ে পড়লে আমি তাকে বাসায় পাঠিয়ে দেই। সকালে বাড়ি গিয়ে বাসায় তালাবন্ধ দেখে তাকে খুজেতে গিয়ে ঘরের পাশের ডোবায় লাশ দেখতে পাই।
ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসাইন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে পানিতে ডুবে মারা গেছে। লাশ উদ্ধার করার সময় তার হাতে টর্চ লাইট পাওয়া গেছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইএইচ