Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বাজিতপুরে বিশ্ব হাত ধোয়া দিবসে আলোচনা সভা

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ১৫, ২০২৪, ০৪:৪৭ পিএম


বাজিতপুরে বিশ্ব হাত ধোয়া দিবসে আলোচনা সভা

‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এ প্রতিপাদ্যে কিশোরগঞ্জের বাজিতপুরে শোভাযাত্রা, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের সামনে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে হাত ধোয়া দিবসের কর্মসূচিটি উদযাপন করা হয়।

এ সময় রাজ্জাকুন্নেছা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি শোভাযাত্রারও আয়োজন করা হয়।

এতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরশাদ বিন আনাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজ খাঁন, উপজেলা নির্বাচন অফিসার মানিক মিয়াসহ রাজ্জাকুন্নেছা স্কুল এন্ড কলেজের শিক্ষক প্রতিনিধি ও শিক্ষার্থীরা।

ইএইচ

Link copied!