Amar Sangbad
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪,

আটকের পর ৩ মাদকসেবীকে ছেড়ে দেওয়ার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

অক্টোবর ১৫, ২০২৪, ০৫:০৯ পিএম


আটকের পর ৩ মাদকসেবীকে ছেড়ে দেওয়ার অভিযোগ

নোয়াখালীর কবিরহাটে সেবনকালে ৩ মাদকসেবীকে ইয়াবা ও গাঁজাসহ আটক করেছে স্থানীয়রা।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই রহস্যজনকভাবে তাদের ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার রাত ৯টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের বেদু চেয়ারম্যান বাড়ির বেদু চেয়ারম্যানের পুরাতন বিল্ডিংয়ের ৩য় তলার একটি কক্ষ থেকে তাদের তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বেদু চেয়ারম্যান বাড়ির মরহুম বেদু চেয়ারম্যানের ছেলে মো. সোহেল (৪৫), কবিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির নুরুজ্জামানের ছেলে রফিকুল ইসলাম (৪৪) ও কবিরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের হাজী নুর উদ্দিন ডুবাইওয়ালার বাড়ির হাজী নুর উদ্দিনের ছেলে মো: আলাউদ্দিন (৪৫)।

ঘটনার বিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, খবর পেয়ে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পুনরায় খবর আসে স্থানীয়রা বিষয়টি সমাধান করে আটককৃতদের ছেড়ে দিয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা জানান, আটককৃতদের ছেড়ে দেওয়া ও ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা প্রমাণিত হলে আটক করার পর ছেড়ে দেওয়া আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!