Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

মহম্মদপুরে নৌকা বাইচ অনুষ্ঠিত

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

অক্টোবর ১৫, ২০২৪, ০৫:৩৮ পিএম


মহম্মদপুরে নৌকা বাইচ অনুষ্ঠিত

মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের ঝামা মধুমতি নদীতে শতবর্ষী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবছর দুর্গা পূজার প্রতিমা বিসর্জনের পরের দিন উপজেলার ঝামা মধুমতি নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে ঝামা ঐতিহ্যবাহী মেলা কমিটি।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব এস এম রবিউল ইসলাম নয়ন।

মেলা দেখতে মধুমতি নদীর দুই কুলে অপেক্ষা করতে দেখা যায় হাজার হাজার নারী-পুরুষকে।

মাগুরা, নড়াইল, ফরিদপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে মেলাপ্রেমী মানুষ মেলা উপভোগ করতে উপস্থিত হন।

ঝামা ঐতিহ্যবাহী মেলা উদযাপন কমিটির সভাপতি যুবদল নেতা মো. মাসুদুর রহমানের (মাসুদ) সভাপতিত্বে মেলা কমিটির সদস্য ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!