Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মধ্যরাতে আগুন: ১৭ ছাগলসহ খামার পুড়ে ছাই

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

অক্টোবর ১৫, ২০২৪, ০৫:৫৩ পিএম


মধ্যরাতে আগুন: ১৭ ছাগলসহ খামার পুড়ে ছাই

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁন্দাখোলা গ্রামে একটি ছাগলের খামারে গভীর রাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা এতে ১৭ ছাগলসহ খামারটি পুড়ে যায়।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

খামারের মালিক চান্দাখোলা গ্রামের বাসিন্দা রিপন মোল্লা বলেন, প্রতিদিনের মতো সন্ধ্যারাতে ছাগলের খাবার, পানি দিয়ে দরজা বন্ধ করে তালা মেরে দেয়। খামারের পাশেই আমার বসতঘর গিয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ রাত দেড়টার দিকে ছাগলগুলোর বিকট চিৎকার চেচামেচি শুনে ঘুম ভেঙে যায়, উঠে দেখি আমার খামারটি আগুনে জ্বলছে। কোন একটা ছাগল বের করার মতো পরিস্থিতি ছিল না। চোখের সামনে আমার ১৭টি ছাগল ও খামারটি পুড়ে গেল।

সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক, শুনে ঘটনাস্থলে গিয়েছি। খামারের মালিকের অভিযোগের বিষয়টি যাতে সঠিক তদন্ত হয়, প্রকৃত অপরাধীরা শান্তির আওতায় আসে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে সুপারিশ করব।

ইএইচ

Link copied!