Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে দুটি অস্ত্র উদ্ধার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

অক্টোবর ১৫, ২০২৪, ০৬:০৯ পিএম


কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে দুটি অস্ত্র উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে দুইটি অস্ত্র, গোলাবারুদসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

মঙ্গলবার ভোররাতে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালের চর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী।

এ সময় অভিযান চলাকালীন একটি বাড়ির পুকুর পাড়ে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় একটি একনলা বন্দুক, একটি পিস্তল, সাত রাউন্ড তাজা গোলা এবং দেশীয় তৈরি তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি আভিযানিক দল।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোছাইন জানান, নৌবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রসমূহ থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ইএইচ

Link copied!