Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে ২ লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার প্রতিনিধি

অক্টোবর ১৫, ২০২৪, ০৬:১৭ পিএম


শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে ২ লাশ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে অজ্ঞাতনামা নারীসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার পৃথক পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, সকালে উপজেলার কালিঘাট চা বাগান থেকে আবুল খায়ের (৩০) নামে একজনের লাশ উদ্ধার করে পুলিশ। তার গলায় ধারালো ছুরির দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে কোন বিরোধ থেকে তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত আবুল খায়ের উপজেলার মুসলিমবাগ এলাকার আনসার আলীর ছেলে। সে পেশায় টমটম চালক।

এদিকে একই দিন দুপুরে উপজেলার ডলুছড়া পাহাড়ি এলাকা থেকে ৩৫ বছর বয়সের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় এখনও শনাক্ত হয়নি।

ইএইচ

Link copied!