Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫,

টাঙ্গাইলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

অক্টোবর ১৫, ২০২৪, ০৬:২১ পিএম


টাঙ্গাইলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

‘স্বাস্থ্য সুরক্ষার পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এ স্লোগান নিয়ে টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।

জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইবনে মায়াজ প্রামাণিকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার খান মাহমুদুল হাসান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!