Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

অভয়নগরে যৌথ অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অক্টোবর ১৫, ২০২৪, ০৬:২৯ পিএম


অভয়নগরে যৌথ অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অহিদুল ইসলাম (৩৬) নামে চিহ্নিত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় উদ্ধার করা হয়েছে ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩ বোতল ফেনসিডিল।

মঙ্গলবার দুপুরে উপজেলার বুইকারা গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে।

মাদক কারবারি অহিদুল ইসলাম বুইকারা গ্রামের নূর ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম আমার সংবাদকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি চৌকস দল বুইকারা গ্রামে অভিযান চালায়। এ সময় ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি অহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ইএইচ

Link copied!