Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মির্জাপুরে সাবেক কাউন্সিলর আ.লীগ নেতা সুমন গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

অক্টোবর ১৫, ২০২৪, ০৬:৪৪ পিএম


মির্জাপুরে সাবেক কাউন্সিলর আ.লীগ নেতা সুমন গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক আহত হওয়ার ঘটনায় মির্জাপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুমন হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ অক্টোবর) রাতে পৌরসদরের বাইমহাটী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মির্জাপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গত ১৫ আগস্ট মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে ছাত্রলীগ কর্মীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক মোজাহিদুল ইসলাম, ইমন সিদ্দিকী ও জাকির সিকদার আহত হয়। এই ঘটনায় প্রধান সমন্বয়ক জুবায়েদ ইসলাম নিঝুম বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। ওই মামলার তালিকাভ‚ক্ত আসামী সাবেক কাউন্সিলর সুমন হককে পুলিশ সোমবার রাতে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, গ্রেপ্তারকৃত সুমন হককে পাঁচদিনের রিমাÐ আবেদন করে মঙ্গলবার টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

আরএস

 

Link copied!