Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫,

চাটখিলে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ, বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

অক্টোবর ১৫, ২০২৪, ০৬:৪৮ পিএম


চাটখিলে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ, বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নোয়াখালীর চাটখিল উপজেলার সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের বিচারের দাবিতে মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত শিক্ষক নাজমুল হাসান মিঠুনকে অভিযান চালিয়ে আটক করে। 

বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।

শিক্ষার্থীদের একাধিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ঐ শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে শিক্ষক নাজমুল হাসান মিঠুন। মিঠুন স্থানীয় প্রসাদপুর এলাকার বাসিন্দা। তিনি গত ৮/১০ বছর ধরে ঐ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান উল্যা চৌধুরী জানান, আটককৃত নাজমুল হাসান মিঠুন ঐ বিদ্যালয়ের গণিত বিষয়ের এমপিও ভূক্ত শিক্ষক। যেহেতু ঘটনার বিষয়টি আইনি প্রক্রিয়ায় আদালতে যাচ্ছে তাই এখনই উপজেলা শিক্ষা অফিস কোন ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিতে পারছে না। 

আরএস

Link copied!