Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সরিষাবাড়ীতে রাস্তা নিয়ে দ্বন্দ্বে বাড়িঘরে হামলা-ভাঙচুর

সরিষাবাড়ী প্রতিনিধি

সরিষাবাড়ী প্রতিনিধি

অক্টোবর ১৫, ২০২৪, ০৭:২৪ পিএম


সরিষাবাড়ীতে রাস্তা নিয়ে দ্বন্দ্বে বাড়িঘরে হামলা-ভাঙচুর

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বাউসি উত্তরপাড়া এলাকায় চলাচলের রাস্তার জায়গা না দেওয়ায় প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। দীর্ঘদিন থেকে চলে আসা দ্বন্দ্বের জেরে বিভিন্ন সময় সালিশ বৈঠকও হয়েছে। তবুও কোন সমাধান হয়নি।

সর্বশেষ গত সোমবার বিকালে যাতায়াতের রাস্তা না দেওয়ায় বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটতরাজের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় সরিষাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার বাউসি উত্তর পাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে ফুরকান আলম খানের সাথে সোনাহর খানের ছেলে রুবেল, আরমান ও বাবুর সাথে দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল।

সোমবার বিকালে ফুরকান আলমের জায়গা দিয়ে আবারও জোরপূর্বক চলাচলের রাস্তা নিতে চাইলে ফুরকান আলম প্রতিবাদ করে। এ সময় ধারালো অস্ত্র নিয়ে রুবেল, আরমান ও বাবুসহ আরও ২০-৩০ জন দলবল নিয়ে বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট করে।

ফুরকান খান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে তারা জোরপূর্বক আমার বাড়ির জায়গা দখল করে রাস্তা তৈরি করে। তখন আমি কিছুই করতে পারিনি এখন আমার আমার জায়গা পুনরুদ্ধার করতে গেলে আবারও হামলা চালায়। আমি সরকারের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যম বিচারের দাবি জানাচ্ছি। 
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!