Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

নালিতাবাড়ীতে বন্যার্তদের ত্রাণ দিলেন ইলিয়াস কাঞ্চন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

অক্টোবর ১৫, ২০২৪, ০৭:৩৩ পিএম


নালিতাবাড়ীতে বন্যার্তদের ত্রাণ দিলেন ইলিয়াস কাঞ্চন

শেরপুরে বানবাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন।

মঙ্গলবার বিকালে উপজেলার কলসপাড় ইউনিয়ন পরিষদে তিনি এই ত্রাণ বিতরণ করেন।

এ সময় বন্যা দুর্গত এলাকার শত শত মানুষ ছুটে আসলেও ত্রাণ সহযোগিতা পেয়েছেন তিনশ পরিবার।

ইলিয়াস কাঞ্চন এলাকার ক্ষতির কথা শুনে-পুনর্বাসনের আরও সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন গণমাধ্যমকর্মীদের।

এ সময় তার সাথে ছিলেন- নিরাপদ সড়ক চাইয়ের মহাসচিব এসএম আজাদ হোসেন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি একেএম ফকরুল আলম, ময়মনসিংহের নিরাপদ সড়ক চাই এর সভাপতি আব্দুল কাদের চৌধুরী, সহ-সভাপতি স্বাধীন চৌধুরী, ইউপি চেয়ারম্যান মজিদ, প্রিন্সিপাল মুনীরুজ্জামান মুনীর, জয়জিত দত্ত শ্যামল ও শুধাশু কালোয়ারসহ অন্যান্যরা।

ইএইচ

Link copied!