Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪,

পত্নীতলায় উপজেলা ও পৌর মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

অক্টোবর ১৫, ২০২৪, ০৭:৪৮ পিএম


পত্নীতলায় উপজেলা ও পৌর মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত

পত্নীতলায় উপজেলা ও নজিপুর পৌর মহিলা দলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উপজেলা ও পৌর মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন নজিপুর পাবলিক মাঠে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার নওগাঁ জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক  নজিপুর পৌর বিএনপির আহ্বায়ক সদস্য ও সাবেক উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগমের (শেফা) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি সাবেক এমপি জাহান পান্না।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন- নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন- নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি শবনম মোস্তারী কলি, উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, যুগ্ম-আহ্বায়ক নজিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু, যুগ্ম-আহ্বায়ক সাজেদুর রহমান দুলাল।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ-আল ফারুক, আশারাফুল ইসলাম, বিএনপি নেতা বায়েজিদ রায়হান শাহিন, আশারাফুল ইসলাম রিচার্ড, আলমগীর হোসেন, আব্দুল কাদের, শামীম রেজা, ওয়াজেদ আলী, শাহির হোসেন শিপু সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, মহিলাদল, ছাত্রদল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

ইএইচ

Link copied!