Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ডোমারে যুবকের লাশ উদ্ধার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

অক্টোবর ১৫, ২০২৪, ০৮:২৩ পিএম


ডোমারে যুবকের লাশ উদ্ধার

নীলফামারীর ডোমার উপজেলার সোনারায়ে রেল সেতুর নিচে পানিতে ভাসমান অবস্থায় মশিউর রহমান শান্ত (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের ভেলসিপাড়া রেল লাইন ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত শান্ত ইসলামের মা বিউটি বেগম জানান, লাশটি তার ছেলে শান্তর। গত সোমবার রাতে চিলাহাটি থেকে নীলসাগর ট্রেনে ছেলেসহ সৈয়দপুরে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। ট্রেনটি ডোমার রেলওয়ে স্টেশনে আসলে সিট থেকে উঠে যায় শান্ত। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

এ ব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। লাশের পরিচয় পাওয়া যাচ্ছিল না। পরে পরিবার খবর পেয়ে আসলে আমরা লাশ উদ্ধার করে নিয়ে আসি। একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলায় প্রেরণ করার প্রক্রিয়া চলছে।

ইএইচ

Link copied!