Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাজবাড়ীতে অবমুক্ত করা হলো সেই ঈগল পাখিটিকে

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

অক্টোবর ১৫, ২০২৪, ০৮:৩৭ পিএম


রাজবাড়ীতে অবমুক্ত করা হলো সেই ঈগল পাখিটিকে

অবশেষে প্রায় চার মাস চিকিৎসা সেবা দিয়ে পুরোপুরি সুস্থ করে অবমুক্ত করা হলো রাজবাড়ীর আরাম ঘরে স্থান পাওয়া সেই আহত ঈগল পাখিটিকে।

মঙ্গলবার বিকালে রাজবাড়ীর টিএন্ডটি পাড়া এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন আরাম ঘর থেকে আনুষ্ঠানিকভাবে পাখিটিকে অবমুক্ত করা হয়।

এ সময় রাজবাড়ী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোহাম্মদ ফেরদৌস, রাজবাড়ীর সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ হুমায়ুন কবির, রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিন আহম্মেদ, স্বেচ্ছাসেবী সংগঠন আরাম ঘরের প্রতিষ্ঠাতা লিটন চক্রবর্তীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!