Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৪ জেলেকে সাজা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

অক্টোবর ১৫, ২০২৪, ০৯:১৭ পিএম


নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৪ জেলেকে সাজা

সরকার ঘোষিত চাঁদপুরের পদ্মা-মেঘনায় অভয় আশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করায় মোবাইল কোর্টের মাধ্যমে ৪ অসাধু জেলেকে একমাস করে সাজা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে চাঁদপুরের হাইমচর উপজেলা প্রশাসনের উদ্যোগে মা ইলিশ রক্ষা অভিযানে অংশ নিয়ে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা।

এতে প্রায় ৫০ কেজি ইলিশ ১ লক্ষ মিটার কারেন্ট জাল ও একটি নৌকা জব্দ করা হয়। পরবর্তীতে ছয়টি এতিমখানায় মাছগুলো বিলি করা হয় জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা।

এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা জানান- সরকার ঘোষিত মা ইলিশ রক্ষা অভিযানকে সফল করতে অভয়াশ্রম এলাকায় কোন অসাধু জেলেকে নদীতে নামতে দেওয়া হবে না এ ব্যাপারে আমাদের অভিযান চলবে বলেও জানান তিনি।

ইএইচ

Link copied!