Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বাঘাইহাট জোনের উদ্যোগে বন্যাদুর্গতদের পুনর্বাসনে আর্থিক সহায়তা

পার্বত্যাঞ্চল ও বাঘাইছড়ি প্রতিনিধি

পার্বত্যাঞ্চল ও বাঘাইছড়ি প্রতিনিধি

অক্টোবর ১৬, ২০২৪, ০২:০৪ পিএম


বাঘাইহাট জোনের উদ্যোগে বন্যাদুর্গতদের পুনর্বাসনে আর্থিক সহায়তা

পাহাড়ে শান্তি সম্প্রীতি উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়নের আওতায় প্রতিটি সেনা জোন আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বন্যাদুর্গতদের পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট ৬ ইস্ট বেঙ্গল জোন।

বুধবার বাঘাইহাট জোনের উদ্যোগে সাজেক ইউনিয়ন এবং বঙ্গলতুলী ইউনিয়নের কয়েকটি গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছেন ৬ ইস্ট বেঙ্গল বাঘাইহাট জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মো. খায়রুল আমিন পিএসসি।

এ সময় বাঘাইহাট জোন উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক পিএসসি স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, বাঘাইহাট কাঠ মালিক সমিতির সভাপতি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ৬ ইস্ট বেঙ্গল জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল মো. খায়রুল আমিন পিএসসি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত দুস্থ, গরিব ও অসহায় মানুষদের পাশে থাকতে পেড়ে আমরা খুবই আনন্দিত। বাংলাদেশ সেনাবাহিনী তথা বাঘাইহাট জোন সব সময় দেশের এবং দেশের মানুষের কল্যাণের জন্য মানুষের পাশে থাকবে।

ইএইচ

Link copied!