Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

রাজবাড়ীতে সরকার নির্ধারিত দামে মিলছে না ডিম

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

অক্টোবর ১৬, ২০২৪, ০৩:১১ পিএম


রাজবাড়ীতে সরকার নির্ধারিত দামে মিলছে না ডিম

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বেঁধে দেওয়া নির্ধারিত দামে রাজবাড়ীতে বিক্রি হচ্ছে না ডিম।

বুধবার বেলা ১১টার রাজবাড়ী জেলা শহরের বড় বাজারের বিসমিল্লাহ ডিমের আড়তে গিয়ে এমন তথ‌্য জানা গেছে।

আজ রাজবাড়ীতে পাইকারিভাবে ৩৯০ থেকে ৪শ টাকা ট্রে এবং ৫০ থেকে ৫২ টাকা হালিতে ডিম বিক্রি হচ্ছে। এছাড়াও মুদি দোকানগুলোতে খুচরা মূল্যে বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৬০ টাকা হালি।

ক্রেতা আমিন উদ্দিন মোল্লা, দুলালসহ কয়েকজন বলেন, বর্তমান ডিমের বাজার অনেক ঊর্ধ্বগতি। অনেকে নিয়মিত মাছ মাংস খেতে পারে না। ডিমের মাধ‌্যমে তারা পুষ্টির চাহিদা মেটায়। কিন্তু সেই ডিমের দামও এখন অনেক বেশি। খুচরা একটি ডিম কিনতে গেলে ১৪ থেকে ১৫ টাকা লাগে এবং সেক্ষেত্রে দেশি হাস-মুরগির ডিমের দাম আরও বেশি।

বিসমিল্লাহ ডিম আড়তের মালিক হাবিব উল্লাহ বলেন, সরকার নির্ধারনের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে, যার কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এই সময়ে বাজারে মাছের জোগান কম থাকায় ডিমের চাহিদা বেড়ে যায়। যার কারণে দাম একটু বাড়ে। তবে কয়েকদিন বাজার স্থিতিশীল। আস্তে আস্তে ডিমের বাজার কমে আসবে। আজ ৫০ থেকে ৫২ টাকা হালি এবং ৩৯০ থেকে ৪শ টাকা ট্রে দামে ডিম বিক্রি করছেন।

ইএইচ

Link copied!