Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মাগুরায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি: টাস্কফোর্সের অভিযান

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

অক্টোবর ১৬, ২০২৪, ০৩:১৬ পিএম


মাগুরায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি: টাস্কফোর্সের অভিযান

মাগুরায় টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে এবং অসাধু ব্যবসায়ীদের প্রতিরোধ করতে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার জেলা শহরের ইটখোলা আলমখালী বাজার এলাকায় টাস্কফোর্সের অভিযানে কমিটির সদস্যরা নানা অনিয়মের কারণে ৩টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব মোহাম্মদ মামুনুল হাসান বলেন, নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আমরা প্রতিদিনই বিভিন্ন বাজার পরিদর্শন করছি। দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন- জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব মোহাম্মদ মামুনুল হাসান, জেলা কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধি ও শিক্ষার্থী প্রতিনিধিরা।

ইএইচ

Link copied!