Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফেনীতে যে প্রতিষ্ঠানে পাস করেনি কেউই

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

অক্টোবর ১৬, ২০২৪, ০৩:২৬ পিএম


ফেনীতে যে প্রতিষ্ঠানে পাস করেনি কেউই

এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফেনীর বেগম সামছুন্নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থীও পাস করেনি।

বুধবার সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করে বলেন, কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে এ প্রতিষ্ঠানটির ৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

ওই সূত্র আরও জানায়, ১৯৭৮ সালে জেলার সদর উপজেলার মোটবী ইউনিয়নের লস্করহাট এলাকায় এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী ২০১৪ সালে প্রতিষ্ঠানটি উচ্চ মাধ্যমিক শাখার কার্যক্রম শুরু হয়।

সদ্য প্রকাশিত ফলাফল বিপর্যয়ের ব্যাপারে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এমরানুল হক বলেন, কলেজটি থেকে এবার চারজন পরীক্ষার্থী ছিল। তাদের মধ্যে একজন অনিয়মিত। এছাড়া এখানে সাধারণত দুর্বল শিক্ষার্থীরা ভর্তি হন। এটিই ফলাফল বিপর্যয়ের অন্যতম কারণ।

তাছাড়া দীর্ঘদিন ধরে আইসিটি শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা এ বিষয়ে খারাপ করেছে। চলতি শিক্ষাবর্ষে ২১ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা শফী উল্লাহ বলেন, এমন ফলাফলের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ইএইচ

Link copied!