Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

তালতলীতে নবাগত ইউএনওর পরিচিতি সভা

তালতলী (বরগুনা) প্রতিনিধি

তালতলী (বরগুনা) প্রতিনিধি

অক্টোবর ১৬, ২০২৪, ০৪:০৯ পিএম


তালতলীতে নবাগত ইউএনওর পরিচিতি সভা

বরগুনার তালতলীতে নতুন যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমার সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘পায়রা’ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্তের সঞ্চালনায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, ইমাম-পুরোহিত, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজ এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে পরিচিতি ও মতবিনিময় করেন ইউএনও উম্মে সালমা।

এ সময় বক্তব্য দেন, তালতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কালাম খান, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক, যুগ্ম আহ্বায়ক ও তালতলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুল আলম মামুন, বিএনপির সাবেক আহ্বায়ক ফরহাদ হোসেন আক্কাস মৃধা, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আ. মান্নান ও সাধারণ সম্পাদক মো. শাহ জালাল পিয়াদা, তালতলী প্রেসক্লাবে সভাপতি মো.খাইরুল ইসলাম, সম্পাদক আবু বকর ছিদ্দিক, সাংবাদিক ফোরামে সভাপতি নাসির উদ্দিন,সম্পাদক হাইরাজ মাঝি প্রমুখ।

পরে ইউএনও উম্মে সালমা তার বক্তব্যে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

ইএইচ

Link copied!