Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

পাংশায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল কর্মী নিহত

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

অক্টোবর ১৬, ২০২৪, ০৪:৫৪ পিএম


পাংশায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল কর্মী নিহত

রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল কর্মী নিহত হয়েছেন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নয়ন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রদল কর্মী রিপন হোসেন (২৫) একই ইউনিয়নের ফুলতলা গ্রামের মাবুদ আলীর ছেলে। এ ঘটনায় আহত ভ‌্যানের তিন যাত্রীকে পাংশা উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ বলেন, নিহত রিপন হোসেন মোটরসাইকেল চালিয়ে বাবু পাড়া থেকে পাংশার দিকে যাচ্ছিল। পথে নয়ন মোড় এলাকায় পৌছালে সামনে থাকা ভ্যানের ধাক্কায় পড়ে গিয়ে আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে পাংশা উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইএইচ

Link copied!