Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

কাউনিয়ায় হাফেজ সমাবর্তন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

অক্টোবর ১৬, ২০২৪, ০৫:০১ পিএম


কাউনিয়ায় হাফেজ সমাবর্তন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

মাদরাসা-ই-আল কোরআন একাডেমি রংপুরের আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে হাফেজ সমাবর্তন ও সুধী সমাবেশ।

বুধবার দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার ঐতিহাসিক টেপামধুপুর কারবালা মাঠে আল কোরআন একাডেমি রংপুরের সভাপতিত্বে মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক ইসলামি চিন্তাবিদ সাইয়েদ কামালুদীন আব্দুল্লাহ জাফরী।

আরও উপস্থিত ছিলেন, ঢাকা ন্যাশনাল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ড. মুহাম্মদ শহিদুল্লাহ, ন্যাশনাল আইডিয়াল স্কুলের অধ্যাপক মারুফ হাসান, আল কোরআন অ্যাকাডেমির সভাপতি মো. জাহেদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, হাফেজ মাওলানা রবিউল ইসলাম, টেপামধুপুর আউয়ালিয়া সিনিয়র মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এবিএম করিম, অভিভাবক মাওলানা আছগার আলী, মিজানুর রহমান, মিঠাপুকুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল বাছেদ মারজান।

অনুষ্ঠানের আগে আল কোরআন একাডেমি রংপুরের টেপামধুপুর ইউনিটের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

এ সময় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল লতিফ, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক প্রধান শিক্ষক রেহেনা বেগম, সহকারী শিক্ষক মিজানুর রহমানসহ সকলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ইএইচ

Link copied!