Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ভালুকায় গাছের উপর উঠে গেল যুবক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

অক্টোবর ১৬, ২০২৪, ০৫:২২ পিএম


ভালুকায় গাছের উপর উঠে গেল যুবক

ময়মনসিংহের ভালুকায় ৪০ ফুট উঁচু একটি রেইনট্রি কড়ই গাছের মগডালে উঠে পড়েছিলেন বরকত উল্লাহ (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে।

মঙ্গলবার রাত ১০টার দিকে ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের হাতীবেড় এলাকায় ঘটনাটি ঘটে।

বরকত উল্লাহ ওই এলাকার ছৈয়ব আলী শেখের ছেলে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে হঠাৎ খবর আসে উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় এলাকায় একটি রেইনট্রি কড়ই গাছের মগডালে মানসিক ভারসাম্যহীন এক যুবক উঠে বসে আছে। স্থানীয় লোকজন চেষ্টা করে ও নামতে ব্যর্থ হলে ভালুকা ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর ক্যারাবিনা ব্যবহার করে তাকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনা হয়। উদ্ধারের পর স্থানীয় লোকজনের উপস্থিতি তার পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

ইএইচ

Link copied!