Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

ফরিদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

অক্টোবর ১৬, ২০২৪, ০৫:৫৯ পিএম


ফরিদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

ফরিদপুর জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম করেছে সাগর খন্দকার নামের এক যুবক।

তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের বড় ভাই।

ফরহাদ হোসেন ঝিনু বর্তমানে ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

বুধবার সকালের দিকে শহরের কবি জসীমউদ্দীন রোডের হাসিবুল হাসান লাভলুর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সাগর খন্দকার শহরের আলিপুরের বাসিন্দা মৃত ফারুক খন্দকারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাগর খন্দকার  বুধবার সকাল সাড়ে দশটার দিকে ফরিদপুর শহরের আলিপুরে অবস্থিত রেড ক্রিসেন্ট মার্কেটের নিচে পানের দোকান হতে চাঁদা আদায় করতে আসে। চাঁদা আদায়কে কেন্দ্র করে সেখানে অবস্থানরত ফুটপাতের দোকান মালিকেরা বিষয়টি জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও রেড ক্রিসেন্টে কর্মরত কর্মকর্তা ফরহাদ হোসেন ঝিনুকে জানান। এ ঘটনায় তিনি সাগর খন্দকারকে তার নিজ বাসভবনের কাছাকাছি কবি জসীমউদ্দীন রোডের হাসিবুল হাসান লাভলুর বাড়ির সামনে ডেকে বিষয়টি মীমাংসার জন্য তাকে বলেন। সাগর খন্দকার ঘটনাটি মীমাংসায় না করে একটি চাইনিজ কুড়াল দিয়ে ফরহাদ হোসেন ঝিনুকে উদ্দেশ্য করে তার গায়ে কয়েকটি কোপ দেয়। তার পরপরই এলাকার লোকজন তাকে ঘিরে ফেলে এবং সাধারণ জনগণ তাকে মারধর করে কোতয়ালী থানা পুলিশের নিকট সোপর্দ করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান,
এ ঘটনায় অভিযুক্ত সাগর খন্দকারকে আটক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইএইচ

Link copied!