সিলেট ব্যুরো
অক্টোবর ১৬, ২০২৪, ০৬:৪১ পিএম
সিলেট ব্যুরো
অক্টোবর ১৬, ২০২৪, ০৬:৪১ পিএম
নিত্যপণ্যের দাম ক্রয়সীমার মধ্যে রাখতে সিলেটে অভিযান পরিচালনা করেছেন টাস্কফোর্স।
বুধবার বেলা ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মহানগরের আম্বরখানা এলাকার কয়েকটি ডিমের আড়তে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তিনটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কর্মকর্তারা জানান, বাজার তদারকিকালে মূল্য তালিকা না থাকা এবং পণ্য বিক্রয়ের ক্ষেত্রে পাকা রসিদ ব্যবহার না করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
এছাড়াও অন্য সকল প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশুর নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন- ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ, কৃষি বিপণন ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের (মেট্রো) সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ জানান, বাজারের অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি। আজ দুপুর থেকে আম্বরখানাসহ তার আশপাশের বাজারে আমরা তিনটি প্রতিষ্ঠানকে মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত দাম রাখা এবং ক্রয় রসিদ না দেখাতে পারায় মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছি। ডিম, সবজি, মাছ মাংস বাজারে এই অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া তদারকিকালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করা, পণ্য ক্রয়-বিক্রয়ে পাকা রশিদের ব্যবহার নিশ্চিত করা এবং যৌক্তিক লাভে ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
ইএইচ