Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ১৬, ২০২৪, ০৬:৫৭ পিএম


মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী মাধবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান করা শুরু হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে এ পরিচ্ছন্নতা অভিযান সূচনা করেন মাধবপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম. ফয়সাল।

এ সময় উপজেলা পরিষদ ও আশপাশে মশার সম্ভাব্য প্রজনন স্থান পরিষ্কার করা হয়।

তাছাড়াও পৌরসভার ৯ টি ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে।

পৌর প্রশাসক এ.কে.এম. ফয়সাল জানান, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা মাধবপুর পৌরসভায় এ কর্মসূচি চলমান রয়েছে। মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বৃষ্টির পানি কোথাও যেন জমে না থাকে সেদিকে সবাই সচেতন হওয়া জরুরি। ডেঙ্গু মশার আক্রমণ থেকে রক্ষা পেতে বাড়ির আশেপাশের জঙ্গল কেটে পরিষ্কার করতে হবে। গ্রামেগঞ্জে সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করলে মাধবপুরকে ডেঙ্গুমুক্ত রাখা সম্ভব হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা হীরেন্দ্র লাল সাহা প্রমুখ।

ইএইচ

Link copied!