চৌগাছা (যশোর) প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২৪, ০৭:২৬ পিএম
চৌগাছা (যশোর) প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২৪, ০৭:২৬ পিএম
যশোরের চৌগাছায় ১০-১৪ বছর বয়সী কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক এইচপিভি টিকা প্রদান উপলক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলায় ১ লাখ ১০ হাজার ৪৫ জন কিশোরীকে এই টিকা প্রদান করা হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন নাহার লাকি।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষ্মিতা সাহা।
মেডিকেল অফিসার ডা. জুলকার ইসলামের পরিচালনায় বক্তব্য দেন- হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরাইয়া পারভীন, উপজেলা কমিশনার (ভূমি) তাসনিম জাহান।
উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ারুল কবির, অ্যাকাডেমিক সুপার ভাইজার নাসরিন সুলতানাসহ সংবাদকর্মী, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, এনজিওর প্রতিনিধিরা।
ইএইচ