Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

একদিনে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ১৬০ টাকা

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

অক্টোবর ১৬, ২০২৪, ০৭:৫৯ পিএম


একদিনে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ১৬০ টাকা

আমদানি বাড়ায় একদিনেই প্রতিকেজি কাঁচামরিচের দাম কমেছে ১৬০ টাকা।

দিনাজপুরের হিলি বন্দরের বাজারে কেজিপ্রতি ভারতীয় কাঁচামরিচ ১৬০ টাকা কমে বর্তমানে ২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ভারত থেকে কাঁচামরিচ আমদানি বৃদ্ধির কারণে কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা।

বুধবার হিলি বন্দরের বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা নুর আলম বলেন, পূজার ছুটির মধ্যে কাঁচামরিচ কিনেছিলাম কেজি প্রতি ৩৫০ থেকে ৪০০ টাকা দরে। বর্তমানে কেজিপ্রতি ১০০ থেকে ১৬০ টাকা দাম কমেছে। যে কারণে আজ এক কেজি কাঁচামরিচ কিনলাম। তবে দাম আরও কমাতে হবে। কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকা হলে আমাদের মতো সাধারণ মানুষের সুবিধা হবে। কারণ, বাজারে সব নিত্যপণ্যের দামই বেশি। সরকার যদি এখনই বাজার নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে সাধারণ মানুষ আরও বিপাকে পড়বেন। আমরা চাই নিয়মিত বাজার মনিটরিং করা হোক।

হিলি বাজারে কাঁচামরিচ বিক্রেতা ফারুক বলেন, ভারতীয় কাঁচামরিচ ৩৫০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি করা হয়েছিল। বর্তমানে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বৃদ্ধির কারণে কিছুটা দাম কমেছে। বর্তমানে ভারতীয় কাঁচামরিচ ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আগের থেকে ক্রেতা অনেক কম। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।

উল্লেখ্য, হিলি স্থলবন্দর দিয়ে মঙ্গলবার (১৫ অক্টোবর) ভারতীয় ২৭ ট্রাকে ২৩১ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।

ইএইচ

Link copied!