Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ইউনিয়ন পরিষদ বাতিল না করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

অক্টোবর ১৬, ২০২৪, ০৮:১৮ পিএম


ইউনিয়ন পরিষদ বাতিল না করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ইউনিয়ন পরিষদ বাতিল না করার দাবিতে নীলফামারীর সৈয়দপুরে চেয়ারম্যান ও মেম্বাররা মানববন্ধন করেছে এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে।

বুধবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

এতে উপজেলার ৫ টি ইউনিয়নের প্রায় অর্ধশত ওয়ার্ড মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার অংশ গ্রহণ করেন্স। তবে কোন চেয়ারম্যান উপস্থিত ছিলেন না।

বাংলাদেশ উপজেলা পরিষদ সংস্থা (বাইপস) এর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন, সংস্থাটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামারপুকুর ইউনিয়নের অরপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মুয়ীদ আলাল, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার নুরুন্নবী সরকার, বোতলগাড়ী ইউনিয়নের মহিলা মেম্বার রোমানা বেগম, কামারপুকুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার জাহিদুল ইসলাম।

ইএইচ

Link copied!