Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

অক্টোবর ১৬, ২০২৪, ০৮:৪৫ পিএম


মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রিপন হোসেনকে (৩৭) গাজীপুর থেকে আটক করে দিনাজপুর জেল হাজতে পাঠিয়েছে।

গ্রেপ্তারকৃত রিপন হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বিশাপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সুজন মিঞা জানান, ২০০৯ সালে ঢাকার যাত্রাবাড়ী থানার মাদক মামলায় আদালত রিপনকে যাবজ্জীবন সাজা দেয়। এরপর থেকে রিপন পলাতক ছিল।

মঙ্গলবার গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে হাকিমপুর থানার এসআই আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ গাজীপুর মহানগর এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রিপনকে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে তাকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!