Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফটিকছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপিত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

অক্টোবর ১৭, ২০২৪, ০২:৩২ পিএম


ফটিকছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপিত

নানা আয়োজনের মধ্যদিয়ে ফটিকছড়ি উপজেলায় উদযাপন করা হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা।

ফটিকছড়ির ২৬টি বৌদ্ধ বিহারে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের মধ্যে ছিল, ধ্যান সমাধি অনুশীলন, প্রবারণার গুরুত্ব বিষয়ে ভিক্ষুসংঘের সদ্ধর্মদেশনা, সমবেত প্রার্থনা ও বিশ্বের সকল প্রাণির শান্তি কামনায় প্রার্থনা ও পুণ্যবান।

এরপর সন্ধ্যা থেকে ফানুস উড়িয়ে উ˜যাপন করা হয় দিনটি।

নানুপুর গৌতম বিহারে কয়েক হাজার বৌদ্ধ পূর্ণার্থী 
অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- নানুপুর গৌতম বিহারের পূজনীয় অধ্যক্ষ শ্রীমৎ শান্ত রক্ষিত মহাস্থবির, উপাধ্যক্ষ সুমনলংকার ভিক্ষু, গৌতম বিহার পরিচালনা পর্ষদের সভাপতি পলাশ কুসুম বড়ুয়া, সাধারণ সম্পাদক বাবু সুপ্টু বিকাশ বড়ুয়া, মাস্টার বিধান চন্দ্র বড়ুয়া, জীবক বড়ুয়া কেন্টু প্রমুখ।

ইএইচ

Link copied!