Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাত্র ৬ মাসে কোরআনের হাফেজ হলেন হাতিয়ার নিহাদুল

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

অক্টোবর ১৭, ২০২৪, ০৩:০০ পিএম


মাত্র ৬ মাসে কোরআনের হাফেজ হলেন হাতিয়ার নিহাদুল

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কোরআন মুখস্থ করেছে ১১ বছর বয়সী মো. নিহাদুল ইসলাম। পবিত্র কোরআন মুখস্থ করতে মাত্র সময় লেগেছে মাত্র ছয় মাস ১৩ দিন।

মিহাদুল ইসলাম দ্বীপ উপজেলা হাতিয়ার ১১নং নিঝুমদ্বীপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মো. শরিফুল ইসলামের ছেলে। তার বর্তমান বয়স (১১) বছর।

সে ১০নং জাহাজমারা ইউনিয়নের কালামচর সুইজের বাজার মিসবাহুল উলুম নুরানি হাফেজিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।

নিহাদুল ইসলামের বাবা শরীফুল ইসলাম বলেন, আমার অনেক স্বপ্ন ছিল, আমার ছেলে একদিন হাফেজ ও আলেম হবে। ছেলে আমার প্রথম স্বপ্ন পূর্ণ করেছে। আজ আমার স্বপ্ন সফল হয়েছে, আমি অনেক খুশি।

মিসবাহুল উলুম মাদরাসার প্রধান মুহতামিম হাফেজ মাওলানা রাকিব উদ্দিন জানান, মাশাআল্লাহ নিহাদুল ইসলাম খুব মেধাবী, সে মাত্র ছয় তের দিনে পবিত্র মহা গ্রন্থ আল কোরআন মুখস্থ করেছে। সে প্রতিষ্ঠানে তিন মাস নাজরানা বিভাগে পড়ার পর সবক নিয়ে আলহামদুলিল্লাহ মাত্র ছয় তেরদিনে পবিত্র কোরআন হিফজ (মুখস্থ) করেছে। আমি তার উস্তাদ হিসেবে অনেক খুশি।

ইএইচ

Link copied!