মেহেরপুর প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৪, ০৩:২১ পিএম
মেহেরপুর প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৪, ০৩:২১ পিএম
তারেক রহমানের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, বিচারপতি মোতাহার হোসেনকে যথাযোগ্য সম্মান দিয়ে বিচারপতির আসনে বসানো, শেখ হাসিনার বিচার দাবি ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে গাংনীতে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কাজিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বুধবার বিকালে গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের পিরতলা সরকারি বিদ্যালয় মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
কাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মোল্লার সভাপতিত্ব অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাহারবাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- মেহেরপুর জেলা কৃষকদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান মাহবুব।
বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হকা, প্রধান অতিথির সহধর্মিনী তাজমিরা খাতুন, গাংনী উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সুলেরী আলভী, গাংনী উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল বারী মোতালেব, মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হুসাইন প্রমুখ।
নিহত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের বিদেহী আত্মার ও কাজীপুর ইউনিয়ন বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।
পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে সমবেত কণ্ঠে গণসংগীত শেষে আলোচনা সভা শুরু হয়।
ইএইচ