Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ঐতিহ্যবাহী উকিলপাড়া স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

অক্টোবর ১৭, ২০২৪, ০৩:৩৯ পিএম


ঐতিহ্যবাহী উকিলপাড়া স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী উকিলপাড়া স্পোর্টিং ক্লাবের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার রাতে বর্ণাঢ্য আয়োজনে জেলা শহরের উকিলপাড়া এলাকায় অবস্থিত ক্লাব ভবনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

এর আগে ক্লাব ভবন ও আশেপাশের এলাকা আলোকসজ্জা করা হয়।

ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এ এস এম ফজলুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাঞ্চন সুলতানের পরিচালনায় আলোচনা সভায় ক্লাবের অন্যান্য সদস্যরা বক্তব্য দেন।

সভা শেষে কেক কেটে বর্ষপূর্তি পালন করা হয়। পরে বর্ণাঢ্য আতশবাজির মাধ্যমে বর্ষপূর্তি পালন করা হয়।

এ সময় উকিলপাড়া স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা উবায়দুর রহমান শাকিল, রুহুল আমিন, রেদুয়ান রহমান ওয়াকিউর, আমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!