Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

চাটখিলে আলমগীর হত্যা মামলায় সাবেক এমপিসহ আসামি ২৯

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

অক্টোবর ১৭, ২০২৪, ০৪:৪১ পিএম


চাটখিলে আলমগীর হত্যা মামলায় সাবেক এমপিসহ আসামি ২৯

বিএনপি নেতা আলমগীর হত্যা মামলায় চাটখিলে সাবেক এমপি এইচএম ইব্রাহিমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৯ জনকে আসামি করে ১৫ অক্টোবর নোয়াখালীর ৩নং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুর জাহান বেগমের আদালতে মামলা দায়ের করা হয়েছে।

নিহত আলমগীর ওরফে আগুন আলমগীর চাটখিল উপজেলার ৩নং পরকোট ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামের মৃত আবদুল লতিফের পুত্র এবং স্থানীয় বিএনপির নেতা ছিলেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, সাবেক সাংসদ এইচএম ইব্রাহিম, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যা এবং নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগসহ সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, পৌর আওয়ামী লীগ সভাপতি শাহাজাহান বাবুল, সাবেক পৌর আওয়ামী লীগ সভাপতি বজলুল রহমান লিটন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু,  হাটপুকুরিয়া ইউপি চেয়্যারম্যান বাকি বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, যুবলীগ নেতা সালাউদ্দিন সুমন, রাজিব হোসেন রাজু, উজ্জলসহ ২৯ জনকে আসামি করা হয়।

এছাড়াও আরও ৩০-৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এ ব্যাপারে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, আদালতে দায়েরকৃত মামলার বিষয় তিনি অবগত আছেন।

ইএইচ

Link copied!