Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

জেলা প্রশাসক আব্দুস সামাদ

ব্যক্তিস্বার্থে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করবেন না

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

অক্টোবর ১৭, ২০২৪, ০৫:১৯ পিএম


ব্যক্তিস্বার্থে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করবেন না

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

বৃহস্পতিবার দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তিনি এ মতবিনিময় করেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণকারীরা অনেকেই বক্তব্য প্রদান করেন।

এক শিক্ষকের বক্তব্যের প্রেক্ষিতে জেলা প্রশাসক বলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রুপিং আছে। একজনকে সরিয়ে আরেকজন প্রধানের চেয়ারে বসার জন্য তারা এই গ্রুপিং করেন। আমার অনুরোধ ব্যক্তি স্বার্থের জন্য কোমলমতি শিক্ষার্থীদের এমন কাজে ব্যবহার করবেন না। তাছাড়া শিক্ষকদের পদত্যাগের ব্যাপারে সরকার সজাগ রয়েছে।

আপনারা জানেন, ইতোমধ্যেই মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে, জোর করে কাউকে পদত্যাগ করানো যাবে না।

আরেক শিক্ষকের বক্তব্যের প্রেক্ষিতে জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে নতুন এই বাংলাদেশে এখন সবাই কথা বলতে পারছেন। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।

দুর্নীতি ও মাদক প্রসঙ্গে তিনি বলেন, যে পরিবারে দুর্নীতিগ্রস্ত লোক আছে সেই পরিবারে সম্বন্ধ করবে না, যে পরিবারে মাদক কারবারি আছে সেই পরিবারকে সামাজিকভাবে বয়কট করুন। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মো. আব্দুস সামাদ বলেন, আমরা কারো কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে আসিনি। আমরা আপনাদের সেবা দিতে এসেছি, সেই সেবা পেতে কারো কোনো সমস্যা হলে সরাসরি আমাকে বলবেন, আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করব।

উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ ড. এমরান হোসেন, সদর থানার এসআই মাহবুবুর রহমান, মৎস্য অফিসের সহকারী পরিচালক এলিজা খাতুন, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মো. আতাউল হক কমল, আহজারিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলামসহ অন্যরা।

ইএইচ

Link copied!