Amar Sangbad
ঢাকা সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪,

ভেড়ামারায় অস্ত্র ঠেকিয়ে খামারের গরু লুট করল ডাকাত দল

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

অক্টোবর ১৭, ২০২৪, ০৫:২৪ পিএম


ভেড়ামারায় অস্ত্র ঠেকিয়ে খামারের গরু লুট করল ডাকাত দল

কুষ্টিয়ার ভেড়ামারার একটি গরুর খামার থেকে পাহারাদারদের অস্ত্র ঠেকিয়ে হাত-পা, চোখ বেঁধে ৭টি গরু ডাকাতি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার বাহিরচর ইউনিয়নের চর দামুকদিয়া গ্রামের বাঁকা পুলের পাশে ইটভাটার ভেতরে খামারে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বিকালে বলাকা পারভীন বাদী হয়ে ভেড়ামারা থানায় অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় উপজেলার খামারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি প্রায় রাতে বিভিন্ন জায়গায় চুরি, ডাকাতির ঘটনা নিয়মিত ঘটছে।

পাহারাদার মোস্তফা হোসেন বলেন, দীর্ঘদিন ধরে ইটভাটার ভেতরে খামার করে গরু পালন করে আসছেন আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। আমি সেগুলো দেখাশোনা করি। জলিল রাতে দিনে পাহাড়ায় থাকে। বুধবার  রাতে খামারের গেট ভেঙে ১০-১২ জনের ডাকাত দল ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে আমাদের। খামারে থাকা ৭টি গরু লুট করে নিয়ে যায় ডাকাতরা।

মিঠুর স্ত্রী বলাকা পারভীন বলেন, আমাদের ইটভাটার ভেতরে খামারে পাহারাদারদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ৭টি গরু ডাকাতি করে নিয়ে গেছে। গরুগুলো উদ্ধারের দাবি জানাচ্ছি। থানায় অভিযোগ দায়ের করেছি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। অভিযোগ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!