কুড়িগ্রাম প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৪, ০৫:৪৪ পিএম
কুড়িগ্রাম প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৪, ০৫:৪৪ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ ছাত্র আশিক হত্যা মামলায় কুড়িগ্রামের লেখক, সাংবাদিক ও কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল খালেক ফারুকের নাম অন্তর্ভুক্তের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে কাঁঠালবাড়ী বাসস্ট্যান্ডে সাধারণ শিক্ষার্থীরা ছাড়াও শিক্ষক, অভিভাবক ও সংস্কৃতি কর্মীরাও এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য দেন- শিক্ষক শফিকুল ইসলাম, কাজী ফরহাদ, শিক্ষার্থী শাহিন আলম, আব্দুর রাজ্জাক, সুমনা আক্তার ও নাট্যকর্মী মো. শাহ আলম।
এর আগে, গত ৪ আগস্ট কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার নির্দেশদাতা হিসাবে ৩ সাংবাদিকের নামে মামলা দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ও কুড়িগ্রাম সরকারি কলেজের রহুল আমিন নামের এক শিক্ষার্থী। এ মামলায় ১০৪ জনকে আসামি করা হয়েছে।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন, কালের কণ্ঠ ও ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক ছাড়াও নিউজ২৪ টিভি ও দৈনিক সংবাদের কুড়িগ্রাম প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীর।
ইএইচ