Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বিজয়নগরে জরায়ু ক্যান্সারের টিকার বিষয়ে পরামর্শ সভা

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

অক্টোবর ১৭, ২০২৪, ০৬:২০ পিএম


বিজয়নগরে জরায়ু ক্যান্সারের টিকার বিষয়ে পরামর্শ সভা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত প্রায় ১৬ হাজার ৬ শত কিশোরীকে জরায়ু ক্যান্সার রোধে এইচপিভি টিকা দেয়া হবে।

উপজেলার মোট ২৪০টি উপকেন্দ্রে চলবে এ টিকাদান কার্যক্রম। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই টিকা প্রদান করা হবে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত উপজেলা কো-অর্ডিনেশন সভায় এ তথ্য জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. মাছুমের সঞ্চালনায় সভায় টিকার রেজিস্ট্রেশন, টিকা গ্রহণের কৌশলের উপর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, ডা. মুস্তাফিজুর রহমান, ডা. হাসিবুল হক, ডা. আলী নেওয়াজ, স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি আলাল উদ্দিন, সরহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন, সহকারী শিক্ষা অফিসার মো. মানিক ভুইঁয়া, জামাতে ইসলাম বাংলাদেশ বিজয়নগরের আমির মাওলানা আবু সাঈদসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও বিভিন্ন ব্যক্তিবর্গ।

ইএইচ

Link copied!